গেল ৫ আগস্ট ছাত্র জনতার ব্যাপক গণ আন্দোলনের মুখে বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রয় গ্রহণ করেন সাবেক স্বৈরাচারী শাসক শেখ হাসিনা। তারপর থেকেই তিনি ভারতে অবস্থান করছেন।
শেখ হাসিনার দেশ ত্যাগের পর তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সায়মা ওয়াজেদ পুতুলও দেশের বাইরে রয়েছেন। সম্প্রতি, সায়মা ওয়াজেদ পুতুলের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বাংলাদেশ সরকারের সাথে কাজ করতে চাচ্ছে না বলে জানা যায়। ওই সময়, অন্তবর্তী সরকার সরাসরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করে চিঠি পাঠিয়েছিল।
এদিকে, সায়মা ওয়াজেদ পুতুলের একটি নাচের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিশিষ্ট বিদেশি সাংবাদিক জুলকার নাইন সায়ের। ভিডিওটি ২ মিনিট ২০ সেকেন্ডের, এবং ক্যাপশনে তিনি লেখেন, "নাচটা খুব পছন্দ হইলো না। আপনারা যারা মানুষদের ছবি তুলেন, সেগুলো সাবধানে তুলবেন। Consequence নামক একটা ব্যাপার আছে, বেশি কুল হইতে গিয়ে নিজের পেছনে আঙুলি দেবেন না।"
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত পোস্টটি ৩ লাখ ৮২ হাজারবার দেখা হয়েছে এবং ৭৩৪ বার শেয়ার করা হয়েছে।
সূত্র: জনকণ্ঠ