বাবা সিদ্দিকের মৃত্যুর পর নতুন করে শঙ্কায় সালমান খানের নিরাপত্তা। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল এরই মধ্যে এই হত্যার দায় শিকার করেছে। কৃষ্ণকায় হরিণ শিকারকে কেন্দ্র করে এই বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সালমানের বিরোধ পুরোনো। সিদ্দিক খুন হওয়ার পর সালমানের নিরাপত্তা বাড়ানো হয়েছে। অভিনেতা এ বিষয়ে মুখ না খুললেনও কথা বলেছেন তাঁর বাবা সেলিম খান।
এবিপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সেলিম খান বলেন, ‘যে কারণে সালমান বারবার প্রাণনাশের হুমকি পাচ্ছে, সে ঘটনার সঙ্গে সে যুক্তই নয়। সালমান অন্তত আমাকে মিথ্যা কথা বলবে না। কৃষ্ণকায় হরিণ সালমান শিকার করেনি। আমার ছেলে পশুপাখিদের খুবই ভালোবাসে। এমন কাজ সে করতে পারেই না। তাই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছে বিনা কারণে ক্ষমা চাইবে কেন? আমার মনে হয় এই বিষয়টা একটু ভেবে দেখা দরকার।’সালমান খানকে ঘিরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা এবং হুমকি প্রসঙ্গে তাঁর বাবা সেলিম খান জানিয়েছেন যে বান্দ্রায় সালমানের আবাসনের বাইরে গুলি চলার পর তাঁদের নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে। সেলিম খান বলেছেন, পুলিশ তাঁদের বাড়ির কিছু অংশে বসতে নিষেধ করেছে, যেখানে আগে গুলি চলেছিল। সেই প্রসঙ্গ তুলে তিনি জানান, হামলাকারীরা পাঁচ কোটি রুপি দাবি করেছে এবং বলেছে যে টাকা দিলে সালমানকে ক্ষমা করে দেবে। সেলিম খান এটিকে "অবৈধ জুলুমের মামলা" হিসেবে আখ্যা দিয়েছেন।
সিদ্দিকের মৃত্যুর পর সালমানের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বর্তমানে সালমান খান দুই কোটি রুপি মূল্যের বুলেটপ্রুফ গাড়িতে যাতায়াত করছেন এবং 'বিগ বস' রিয়েলিটি শো-এর সেটেও তাঁর জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিদিন সেটে সেরা নিরাপত্তা সহ ৬০ জন নিরাপত্তারক্ষী মোতায়েন থাকছে। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে সেটে প্রবেশের বিষয়ে কঠোর নিয়ম মেনে চলা হচ্ছে, যাতে অননুমোদিত কেউ সেখানে প্রবেশ করতে না পারে।