সিরাজগঞ্জে একটি হত্যা মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিনজন নেতা গ্রেপ্তার হয়েছেন।


সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জুর হত্যা মামলায় দুইজন আওয়ামী লীগ নেতা এবং ছাত্রদল কর্মী সুমনের হত্যা মামলায় এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

রোববার (২১ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন সিরাজগঞ্জ পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি রফিকুল ইসলাম কাশ্মীর, বহুলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক এবং জেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক উপ-সম্পাদক নাজমুল হোসেন। সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান, রাতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে দুজন যুবদল নেতা রঞ্জুর হত্যা মামলার আসামি এবং অপরজন সুমন নামে সাবেক ছাত্রদল কর্মীর হত্যা মামলার আসামি।


Post a Comment

Previous Post Next Post

Laptop