ক্যারিয়ারের দুইশ উইকেট পূর্ণ করার দিন মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সফলতম বোলার হয়ে গেছেন তাইজুল ইসলাম। দেশের হোম অব ক্রিকেটে তিনিই এখন সর্বোচ্চ উইকেটশিকারী।
দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৪০ ওভার পর্যন্ত মিরপুরে তাইজুলের শিকার ৭৯ উইকেট। ১৬ ম্যাচে ইনিংসে ৪ বার ৫ বার তার বেশি উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার।
১২ ম্যাচে ৫৮ উইকেট নিয়ে তিন নম্বরে মেহেদী হাসান মিরাজ।
দেশের মাঠে সর্বোচ্চ উইকেটের দৌড়েও সাকিবের খুব কাছে তাইজুল। বাংলাদেশের সাকিবের উইকেটে ১৬৩টি। তাইজুলের আপাতত ১৬২ উইকেট দেশে।
রিকেল্টনকে ফিরিয়ে তাইজুলের '৫'
দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নিচ্ছেন তাইজুল ইসলাম। সবশেষ রায়ান রিকেল্টনকে কট বিহাইন্ড করে ৫ উইকেট পূর্ণ করেছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার।
আগের ছয় ইনিংস মিলিয়ে মাত্র ৪ উইকেট পাওয়ার হতাশা ঝেড়ে প্রোটিয়াদের প্রথম ছয় উইকেটের পাঁচটিই নিলেন তাইজুল।
টেস্ট ক্রিকেটে এটি তার ১৩তম ৫ বা তার বেশি উইকেট।
৩২ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ১০৮ রান। ক্রিজে দুই নতুন ব্যাটসম্যান কাইল ভেরেইনা ও ভিয়ান মুল্ডার।
লিড নিল দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশকে অল্পে গুটিয়ে দিয়ে প্রথম দিনেই লিড নিয়ে নিল দক্ষিণ আফ্রিকা। ৩১ ওভারে তাদের সংগ্রহ ৫ উইকেটে ১০৮ রান। এখন পর্যন্ত ২ রানে এগিয়ে তারা।
রায়ান রিকেল্টন ৪৬ বলে ২৭ ও কাইল ভেরেইনা ৬ বলে ৩ রানে অপরাজিত।
ব্রিটস্কিকে ফিরিয়ে তাইজুলের দুইশ
একই ওভারে টোনি ডি জোর্জির পর ম্যাথু ব্রিটস্কিকেও ফেরালেন তাইজুল ইসলাম। রানের খাতা খোলার আগেই স্টাম্পের ওপর করা ডেলিভারি ছেড়ে দিয়ে বোল্ড হলেন অভিষিক্ত ব্রিটস্কি।
টেস্ট ক্রিকেটে তাইজুলের এটি দুইশতম উইকেট। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার। তার আগে ৫৪ ম্যাচে ২০০ উইকেট পূর্ণ করেন সাকিব আল হাসান। তাইজুলের লেগেছে ৪৮ ম্যাচ।
২৮ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫ উইকেটে ৯৯ রান। রায়ান রিকেলটন ৩৪ বলে ২১ রানে অপরাজিত। নতুন ব্যাটসম্যান কাইল ভেরেইনা।
তাইজুলের তৃতীয় শিকার জোর্জি
একপ্রান্ত আগলে রেখে দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে নিচ্ছিলেন টোনি ডি জোর্জি। তাকে বেশি দূর যেতে দিলেন না তাইজুল ইসলাম। দারুণ টার্ন করা ডেলিভারিতে ব্যাট-প্যাড হয়ে শর্ট লেগে ধরা পড়লেন বাঁহাতি ওপেনার।
৪ চারে ৭২ বলে ৩০ রান করেন জোর্জি। নতুন ব্যাটসম্যান অভিষিক্ত ম্যাথু ব্রিটস্কি।
৩০.২ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ৯৯ রান। রায়ান রিকেলটন ৩৪ বলে ২১ রানে অপরাজিত।
বেডিংহ্যামকে ফেরালেন তাইজুল
জীবন পেয়েও বেশিক্ষণ টিকতে পারলেন না ডেভিড বেডিংহ্যাম। তাইজুল ইসলামের বেশ বড় টার্ন করা ডেলিভারি কাট করতে গিয়ে কট বিহাইন্ড হলেন তিনি। ২৫ বলে ১১ রান করে ফিরলেন তিনি।
ক্রিজে নতুন ব্যাটসম্যান রায়ান রিকেল্টন। টোনি ডি জোর্জি ৫৯ বলে ২৪ রানে অপরাজিত।
১৯.৩ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেটে ৭২ রান। আর ৩৪ রানে পিছিয়ে তারা।